নতুন লুক নিয়ে আলোচনায় আসলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ‘অ্যানিম্যাল’ ছবিতে এক মারকাটারি লুকের পর হঠাত রণবীরকে দেখে চিনতেই পারছেন না অনেকে! সম্প্রতি সামাজিক মাধ্যমে রণবীরকে খানিকটা রোগা-পাতলা অবতারেই দেখা মেলে। মূলত নায়কের ক্লিন-শেভড মুখ, স্লিক-ব্যাক চুলের রূপ ভাইরাল হতেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
