
১২তম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক রংপুর সিটি) আসনে মো. মঞ্জুম আলী আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে জমা দিয়েছেন।
তিনি যুক্তরাজ্যের লাইম হাউস আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিভার্সিটি ওয়েস্ট অফ ইংল্যান্ড শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব মহিপুর গ্রামের ওমর আলীর ছেলে। মঞ্জুম আলী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে ছিলেন।
মঞ্জুম আলী বলেন, রংপুরে ১ আসনের বাসিন্দাদের স্থানীয় প্রার্থীর দাবী দীর্ঘদিনের। সে দাবী পুরনের লক্ষ্যে ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে এগিয়ে নিতেই এ মনোনয়নপত্র গ্রহণ করে জমা দিলেন তিনি।
জনপ্রিয় স্থানীয় প্রার্থীদের তালিকায় রয়েছেন মঞ্জুম আলী। নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-১ আসনে তাকে নৌকা প্রতীক প্রদান করবেন মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
এআই