রংপুর সিটি নির্বাচনে সুমনের সমাবেশ – কুড়িগ্রাম প্রতিদিন

রংপুর সিটি নির্বাচনে সুমনের সমাবেশ – কুড়িগ্রাম প্রতিদিন

রংপুর সিটি নির্বাচনে সুমনের সমাবেশ – কুড়িগ্রাম প্রতিদিনরংপুর ব্যুরোঃ

রংপুর সিটি নির্বাচনে সমাবেশের মাধ্যমে সকলের কাছে দোয়া চেয়ে গণসংযোগ শুরু করেছে কাউন্সিল প্রার্থী সুমন।

জনপ্রিয়তার যাচাই-বাচাইয়ে প্রচারনা শুরু হয়েছে।এরই মধ্যে সিটি করপোরেশন নির্বাচনে ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ হামিদুল খান সুমন একটি সুষ্ঠু, সুন্দর বসবাসের উপযোগী আধুনিক ১৮ ওয়ার্ড গঠন করতে শুক্রবার রাতে সমাবেশ করেছে।

মুন্সিপাড়া কেরামতিয়া স্কুল মোড়ে শুক্রবার রাতে ১৮ ওয়ার্ডের প্রবিনদের সহযোগিতায় সকলে সুমনের জন্য দোয়া চেয়েছেন।

নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মরহুম আবুল কালাম আজাদ (কালাম) এর বড় ছেলে হামিদুল খান সুমন। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমাজ সেবি রেজাউল ইসলাম,নাট্টকার মোস্তফা জামান বিমান, বিশিষ্ট ব্যবসায়ী জামিল হোসেন মিসু, শাহিনুর রহমান শিলু, নাসিরুজ্জামান সিজু, কৌশিক, কারফু, মোঃ বাবর,পলাশ, বাদল,জামরুল,মিঠু, মদিনা,অন্তু,পিয়াল, বিশাল,সন্জয়,জাপান প্রবাসী মোঃ সুজাদ প্রমুখ।

Explore More Districts