রংপুরে যুবলীগের উদ্যোগে এক লক্ষ গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

আমির হোসেন রিংকু:
শেখ ফজলে শামস পরশ ও মাইনুল খান নিখিলের উদ্যোগে সারাদেশের নেয় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে রংপুর জেলা যুবলীগের উদ্যোগে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে বছরব্যাপী এক লক্ষ গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নগরীর বঙ্গবন্ধু ম্যূরাল চত্ত্বরে কর্মসূচির উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. আনোয়ারুল ইসলাম। রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষীন চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঞ্চালনায় কর্মসূচিতে জেলা যুবলীগের ৮ উপজেলার নেতৃবৃন্দরা অংশ নেন। উদ্বোধনী দিনে এক হাজার ফলদ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ ও রোপন করা হয়। এ সময় বক্তারা বলেন বাংলাদেশ এখন হুমকির মুখে জলবায়ু পরিবর্তন ও বায়ু দর্শনের কারণে বাংলাদেশে খরা ও তীব্র তাপদাহ হচ্ছে, তাই এই বায়ুদূষণকে রক্ষার জন্য রংপুর মহানগর যুবলীগ প্রত্যেকটা উপজেলা ও ইউনিয়নকে সবুজে রূপান্তরিত করবে। এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি বলেন রংপুরকে একটি সবুজায়ন ও বায়ু দূষণ মুক্ত করতে রংপুরের আটটি উপজেলা ও তিনটি ইউনিয়নের যুবলীগের কর্মীদেরকে নিয়ে ফলজ বনজ ও ঔষধি গাছ লাগাবে যাতে জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণ থেকে মানুষ মুক্তি পায়। এজন্য সমাজের মানুষকেও এগিয়ে আসতে হবে সবাই হাতে হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।