রংপুরে বন্যায় ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে ওব্যাট হেল্পার্স

আমির হোসেন রিংকু:
সাম্প্রতিক সময়ে উত্তরাঞ্চলের বন্যায় ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে উপহার হিসেবে ত্রান সামগ্রী বিতরণ করেছে ইউএস ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ওব্যাট হেল্পার্স।
সোম ও মঙ্গলবার রংপুর জেলার কাউনিয়া উপজেলার তিস্তা তীরবর্তী ৫নং বালাপাড়া ইউনিয়নের ০১ ও ০৯নং ওয়ার্ডের ঢুষমারা চরের বন্যায় কবলিত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত তিন শতাধিক এর বেশি পরিবারের মাঝে ওব্যাট হেল্পার্স এর উপহার স্বরূপ ৫কেজি চাউল, ১কেজি চিড়া, ১কেজি ডাউল, ১কেজি তৈল, ১কেজি টোস্ট ও মিস্টি বিস্কুট, ১কেজি লবন ও চার ধরনের সবজীর বীজ ত্রান সামগ্রী হিসেবে সুষ্ঠভাবে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ০৫নং ইউনিয়েনের চেয়্যারমান, ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশ এর কোর্ডিনেটর মো: মাহমুদ ইসলাম আকাশ, প্রজেক্ট অফিসার মো: শাহিনুর রহমান,একাউন্ট অফিসার মো:এনামুল হক,আইটি কোঅর্ডিনেট মো: আরশাদ ইকবাল,স্কলারশিপ ইনচার্জ মো: সুজন,থিঙ্ক ট্যাঙ্ক এর সভাপতি মো: রাহাত হোসেন রাব্বি, স্কাউট লিডার কমল সরকাল টিপু, রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্ত মহাদল) এর গ্রুপ সম্পাদক রেজওয়ান হোসেন সুমন, স্কাউট ইউনিট লিডার হরিশংকর রায়, স্থানীয় ইউপি সদস্য শাহ আলম, সাবেক ইউপি সদস্য মমতাজ।
ওব্যাট হেল্পার্সের অর্থায়নে বন্যায় কবলিত ও নদী ভাঙ্গন এলাকার ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে ওব্যাট থিংক থ্যাঙ্ক রংপুর এর সদস্যবৃন্দ, বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা রোভারের আওতাধীন রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্ত মহাদল) রংপুর, প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ, ওব্যাট স্কাউট গ্রুপ (মুক্ত মহাদল), রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ সহ পীরগঞ্জ ও কাউনিয়া উপজেলার রোভার ও স্কাউট সদস্যবৃন্দ।
ওব্যাট হেল্পার্সের উপহার সুবিধাভোগিদের মাঝে সুষ্ঠভাবে পৌছে দিতে পেরে যেমনটি আনন্দিত বিতরণকারীরা ঠিক তেমনটি উপহার পেয়ে আনন্দিত সুবিধাভোগীরা।
উপকারভোগীদের মাঝে উপহার বিতরণ শেষে ওব্যাট হেল্পার্স এর একটি প্রতিনিধি দল কাউনিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের সাথে অবিহিতকরণ ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ঢুষমারা চর এলাকায় স্থানীয়দের টেকসই উন্নয়নে কাজ করার আশা ব্যক্ত করেন ওব্যাট হেল্পার্ষ এর সদস্যবৃন্দ।