রংপুরে পানিতে ডুবে একইদিনে ৫ শিশুর মৃত্যু

রংপুরে পানিতে ডুবে একইদিনে ৫ শিশুর মৃত্যু

রংপুরে পানিতে ডুবে একইদিনে ৫ শিশুর মৃত্যু

 

রংপুর অফিস:
রংপুরে একই দিনে সকাল দুপুরে মিলে পানিতে ডুবে পৃথক তিনটি ঘটনায় ভাইবোনসহ মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল ৮ টায় মিঠাপুকুরে ১ জন এবং দুপুরে মিঠাপুকুরের পায়রাবন্দ ঘাঘট নদীতে ২ জন এবং রংপুর নগরীর ভুরাঘাট এলাকার ঘাঘট নদীতে ২ জনের পানিতে ডুবে মৃত্যূর ঘটনা ঘটে।

রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ডের ভুরারঘাটের ঘাঘট নদীতে গোসল করতে নেমে ভাই বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ঘাঘটপাড়া এলাকার আনিসুলের মোরসালিন আহমেদ জিম (১০) এবং রতন মিয়ার মেয়ে আরশি বেগম (১২) । নিহত দুজন সম্পর্কে জ্যাঠাত-চাচাতো দুই ভাই বোন। নিহত দুইজনেই স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী। আরশি ৬ষ্ঠ ও জিম পঞ্চম শ্রেণিতে পড়তেন।

বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন মিলে ঘাঘট নদীতে দুপুরের সময় গোসল করতে নামে তারা। গোসলে নামার পর পানির শ্রোতে নদীর মধ্যখানে চলে যায় এবং এক সময় পানিতে ডুবে যায়। পরে ঘটনাস্থলে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে বিকেলে সাড়ে ৩ টার দিকে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts