রংপুরে ত্রিমুখী লড়াই

রংপুরে ত্রিমুখী লড়াই

মাহির খান:
রংপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের তিন প্রার্থী মোটামুটি নির্ভার। তাদের কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। সদর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের লাঙ্গল মার্কা, রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনে আওয়ামী লীগের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং রংপুর-৬ আসনে সংসদের স্পিকার আওয়ামী লীগের শিরীন শারমিন চৌধুরীকে বিজয়ের জন্য খুব একটা টেনশন পোহাতে হবে। এমনটাই মনে করছেন ওইসব এলাকার সাধারণ ভোটাররা।

অন্যদিকে রংপুর-১ গঙ্গাচড়া আসনে স্বতন্ত্র প্রার্থী জাপা থেকে বহিষ্কৃত মসিউর রহমান রাঙ্গা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তার সঙ্গে নির্বাচনযুদ্ধে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী আসিফ শাহরিয়ার ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু। এই তিন প্রার্থীর সঙ্গে গঙ্গাচড়ায় ভোটযুদ্ধ হবে। অন্যদিকে রংপুর-৫ মিঠাপুকুর আসনে আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানকে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে আওয়ামী লীগের আরেক স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের সঙ্গে।

তবে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিছুর রহমানও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। রংপুর-২ তারাগঞ্জ-বদরগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউককে প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটুর সঙ্গে। তবে এখানে জাপার সাবেক এমপি আনিছুর রহমান মণ্ডলও ফ্যাক্টর হতে পারেন সরকারদলীয় প্রার্থীর কাছে।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts