রংপুরে আলু চাষিদের সড়ক অবরোধ

রংপুরে আলু চাষিদের সড়ক অবরোধ

 

রংপুর অফিস:
কোল্ডস্টোরেজ মালিকদের সিন্ডিকেট বন্ধ ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ কোল্ডষ্টোরেজের  অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের দাবীতে নব্দীগঞ্জে রংপুর- লালমনিরহাট মহাসড়ক  অবরোধ করে বিক্ষোভ করে রংপুরের আলু চাষী ও ব্যবসায়ীরা।

বুধবার বেলা ১২ থেকে দুপুর সাড়ে ৩ টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এসময় দুই পাশের প্রায় এক কিলোমিটার এলাকায় শত শত যানবাহন আটকা পড়ে। আন্দোলনরত চাষিরা জানান, বর্তমানে ৬০ কেজি আলুর বস্তা ৩শ ৮০ টাকা নেওয়া হচ্ছে। যা অনেক এলাকার তুলনায় বেশি। রংপুরে কোল্ডষ্টোরেজের মালিকদের সিন্ডিকেটের কারণে প্রতিবছর কোল্ডষ্টোরেজের ভাড়া বৃদ্ধি পাচ্ছে। এসব সিন্ডিকেটের মুল হোতা আওয়ামী দলীয় কোল্ডষ্টোরেজের মালিক। দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সিন্ডিকেট করতেন তারা। তাই তাদের  বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ সহ বস্তা প্রতি আলুর দাম ২ শ ৮০ টাকা নির্ধারণের দাবী জানান তারা। অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন । আলু ব্যবসায়ী নেতা রাসেল জানান, সিন্ডিকেটের কারনেই রংপুরে আলুর দাম কমছে না । অবিলম্বে যদি সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া না হয় তা হলে বৃহৎ কর্মসুচি দেওয়া হবে ।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts