রংপুরসহ ৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক:
রংপুর, ময়মনসিংহ, সিলেটসহ ৫ জেলায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসময় দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরে নিয়মিত বুলেটিনে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকায় নদী বন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ৫ জেলা ছাড়া দেশের অন্যান্য এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তরাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
অন্য এলাকাগুলোয় তা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে গত ২/৩ দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এতে বেড়েছে গরমের তীব্রতা।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬ দশশিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় রাজধানীর তাপমাত্রা ছিলো ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।