রংপুরসহ পাঁচ সাংগঠনিক জেলায় বিএনপির নতুন নেতৃত্ব 

রংপুরসহ পাঁচ সাংগঠনিক জেলায় বিএনপির নতুন নেতৃত্ব 

রংপুরসহ পাঁচ সাংগঠনিক জেলায় বিএনপির নতুন নেতৃত্ব 

 

অনলাইন ডেস্ক:
বিএনপির নেতারা গ্রেপ্তার হওয়ার পর তাদের স্থানে নতুন নেতৃত্ব সৃষ্টির পরিকল্পনা করেছে দলটি। এরই অংশ হিসেবে শুক্রবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির পাশাপাশি আরও চারটি সাংগঠনিক জেলা ও মহানগরে ভারপ্রাপ্ত নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক কারাগারে থাকায় ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল গ্রেপ্তার হওয়ায় সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল গ্রেপ্তার হওয়ায় ১ম যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু গ্রেপ্তার হওয়ায় ১ম যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজুকে ভারপ্রাপ্ত আহ্বায়ক, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন গ্রেপ্তার হওয়ায় সদস্য আব্দুস সালামকে ভারপ্রাপ্ত সদস্য সচিব করা হয়েছে। নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম গ্রেপ্তার হওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার আরও তিনটি জেলায় ভারপ্রাপ্ত নেতৃত্ব নির্বাচন করা হয়।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts