তুরস্ক ও কুয়েতের মধ্যে চারটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে মঙ্গলবার। কুয়েতের বায়ান প্রাসাদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহর উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষর হয়।
দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক শেষে আয়োজিত অনুষ্ঠানে স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে ছিল সামুদ্রিক পরিবহন চুক্তি এবং নাবিকদের সার্টিফিকেট পারস্পরিক স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা স্মারক। তুরস্কের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কুয়েতের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ এ দুই চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়া, জ্বালানি খাতে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর করেন তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারসলান বায়রাকতার এবং কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী সুবাইহ আব্দুলআজিজ আব্দুলমোহসেন আল-মুহাইজেম।
আরও একটি চুক্তি স্বাক্ষরিত হয় সরাসরি বিনিয়োগ উৎসাহে সহযোগিতা বিষয়ে, যা তুরস্কের প্রেসিডেন্সিয়াল ইনভেস্টমেন্ট অফিস এবং কুয়েতের কুয়েত ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রোমোশন অথরিটি (কেডিআইপিএ)-এর মধ্যে স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের বিনিয়োগ অফিসের প্রধান আহমেত বুরাক দাগলিওগ্লু এবং কেডিআইপিএ -এর মহাপরিচালক শেখ মিশাল জাবের আল-আহমদ আল-সাবাহ।
দিনের শুরুতে এরদোগানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় কুয়েতে। পরবর্তীতে তিনি শেখ মিশালের সঙ্গে দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেন। বৈঠক শেষে কুয়েতের আমিরকে উপহার হিসেবে তুরস্কে তৈরি বৈদ্যুতিক গাড়ি ‘টগ’-এর একটি মডেল উপহার দেন এরদোগান।
কুয়েত হলো এরদোগানের তিন দিনের উপসাগরীয় সফরের প্রথম গন্তব্য। এই সফরে তিনি ওমান ও কাতারও পরিদর্শন করবেন। কুয়েতে সরকারি সফর শেষ করে এরদোগান মঙ্গলবারই কাতারের রাজধানী দোহায় পৌঁছান।