আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সম্প্রচারক মাধ্যমের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশের তিনটি চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে বিশ্বকাপের সবগুলো ম্যাচ।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের সরকারি টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। ফলে দেশের সব এলাকার মানুষ ঘরে বসে খেলা দেখতে পারবেন। পাশাপাশি একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস ও গাজী টেলিভিশন (জিটিভি) খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।
Advertisment
এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে র্যাবিটহোল, টফি, বিঞ্জ, বায়োস্কোপ, বিকাশ, মাই স্পোর্টস ও গেম অন।
একনজরে দেখে নিন বিভিন্ন দেশের বিশ্বকাপ ব্রডকাস্টারদের তালিকা
দেশ/অঞ্চল | টেলিভিশন | ডিজিটাল প্ল্যাটফর্ম |
ভারত | স্টার স্পোর্টস নেটওয়ার্ক | হটস্টার |
পাকিস্তান | পিটিভি স্পোর্টস, এ স্পোর্টস | দারাজ অ্যাপ |
বাংলাদেশ | জিটিভি, টি স্পোর্টস, বিটিভি | র্যাবিটহোল, টফি, বিঞ্জ, বায়স্কোপ, বিকাশ, মাইস্পোর্টস, গেমঅন |
নেপাল, মালদ্বীপ, ভুটান | স্টার স্পোর্টস নেটওয়ার্ক | |
আফগানিস্তান | আরটিএ স্পোর্টস, আরিয়ানা টিভি | |
শ্রীলঙ্কা | সিয়াথা টিভি, স্টার স্পোর্টস | সিয়াথা টিভি ওয়েবসাইট |
অস্ট্রেলিয়া | ফক্স ক্রিকেট | ফক্সটেল গো, ফক্সটেল নাও, কায়ো স্পোর্টস |
যুক্তরাজ্য | স্কাই স্পোর্টস ক্রিকেট, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস মিক্স | স্কাই স্পোর্টস অ্যাপ, স্কাই স্পোর্টস ওয়েবসাইট |
যুক্তরাষ্ট্র | স্কাই স্পোর্টস ৩ | ইএসপিএন+ |
কানাডা | উইলো কানাডা | হটস্টার |
দক্ষিণ আফ্রিকা | সুপারস্পোর্ট ক্রিকেট | সুপারস্পোর্ট ওয়েবসাইট ও অ্যাপ |
মালয়েশিয়া | অ্যাস্ট্রো ক্রিকেট | হটস্টার |
হংকং | অ্যাস্ট্রো ক্রিকেট (পিসিসিডব্লিউ) | ইয়ুপটিভি |
সিঙ্গাপুর | অ্যাস্ট্রো ক্রিকেট (সিংটেল) | হটস্টার |
মধ্যপ্রাচ্য | ক্রিকলাইফ ম্যাক্স, ওমান টিভি (শুধুমাত্র মাসকাটের ম্যাচগুলো) | সুইচ টিভি, স্টারজ প্লে |
‘প্রস্তুতি ম্যাচের জয়-পরাজয় তেমন ব্যাপার নয়।’https://t.co/Jqr8C6wU3Z
— bdcrictime.com (@BDCricTime) October 15, 2021
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।