
সাতক্ষীরা শহর প্রতিনিধি:যুব নেতৃত্বে তাল গাছ সংরক্ষণে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বেতনা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে ও সিডো সাতক্ষীরা বাস্তবায়নে এবং একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রহ্মরাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশ ইন্সপেরিটর সুপ্তি দাশ চৈতী, সিডো সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার,বেতনা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মাসুদ রানা,সেক্রেটারী সাকিব হাসান, শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গৌতম কুমার, আমেনা খাতুন, তালগাছ সংরক্ষণ কমিটির সদস্য সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান, নিজাম সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।