জাতীয় নাগরিক পার্টি–এনসিপির যুব উইং ‘যুবশক্তি’র কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন যশোরের ইঞ্জিনিয়ার বায়েজিদ হুসাইন। সোমবার উপ-কমিটি অনুমোদন করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ও সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।
যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের জলকর গ্রামের বায়েজিদ আমিনিয়া মাদ্রাসা, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। পেশায় তিনি সিভিল ইঞ্জিনিয়ার।
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর নতুন বাজার–বাড্ডা–রামপুরা এলাকায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠিত করতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। আন্দোলনের সময় একাধিকবার ডিবির হেনস্তার শিকার হওয়ার কথাও জানান বায়েজিদ। পরে যশোরে এনসিপি ও যুবশক্তি সংগঠনে ভূমিকা রাখেন তিনি।
দায়িত্ব পেয়ে বায়েজিদ হুসাইন বলেন, যশোরবাসীর প্রতিনিধি হয়ে রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক উন্নয়নে কাজ করতে চান তিনি। জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ অনুযায়ী ‘নতুন বাংলাদেশ’ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।



