নিজস্ব প্রতিবেদক:-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রিয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো.মাইনুল হোসেন খান নিখিলের পক্ষ থেকে নরসিংদীতে সাড়ে তিনশত দু:স্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী,মাস্ক ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ জুলাই দুপুরে নরসিংদী শহরের উপজেলার মোড়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।শহর যুবলীগের সভাপতি বিপ্লব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিকুর রহমান,আরো বক্তব্য রাখেন মাননীয় শিল্পমন্ত্রীর সুযোগ্য সন্তান মঞ্জুরুল মজিদ সাদী,রিপন সরকার,ভিপি মিয়া মোহাম্মদ মঞ্জু,জুবায়ের আহমেদ জুয়েল,প্রমুখ।স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী,গাছের চারা ও মাক্স বিতরণ করেন এবং যুবলীগে সন্ত্রাস ও চাঁদাবাজদের স্থান নেই বলে হুশিয়ারী করে,প্রতিটি যুবলীগ নেতা-কর্মীদের মানবিক হওয়ার জন্য বঙ্গবন্ধুর দৌহিত্র বেরেসটার তৌফিকুর রহমান সকল যুবলীগ নেতৃবৃন্দকে আহ্বান জানান
