যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত – DesheBideshe

যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত – DesheBideshe



যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত – DesheBideshe

ওয়াশিংটন, ০৯ মার্চ – যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এক গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে ১৪ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশের সঙ্গে একদল দুর্বৃত্তের গুলিবিনিময় হয়েছিল বলে প্রসিকিউটররা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সি জোসেফ অ্যাজকোনা নিউ ইয়র্ক পুলিশ বিভাগের পাঁচ বছরের অভিজ্ঞ গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ছিলেন। ঘটনার সময় তিনি গুলিবিদ্ধ হন এবং কয়েক ঘণ্টা পর হাসপাতালে তার মৃত্যু হয়। অন্য এক পুলিশ কর্মকর্তা এবং এক সন্দেহভাজনও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন এসেক্স কাউন্টির প্রসিকিউটর থিওডোর স্টিফেনস।

শনিবার এক সংবাদ সম্মেলনে স্টিফেনস বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে পুলিশ অবৈধ আগ্নেয়াস্ত্রের তদন্ত করছিল, তখনই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

স্টিফেনস জানান, ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ১৪ বছর বয়সি সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগও আনা হয়েছে। তবে তার আঘাত প্রাণঘাতী নয়।

এসেক্স কাউন্টির শেরিফ আমির জোনস শনিবার এক বিবৃতিতে বলেন, প্রতিদিন আইন প্রয়োগকারী কর্মকর্তারা তাদের প্রিয়জনদের বিদায় জানিয়ে আমাদের সমাজের নিরাপত্তা ও সুস্থতার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেন।

তিনি বলেন, গত রাতের এ ভয়াবহ ঘটনা একটি পরিবার, একটি সম্প্রদায় এবং আইন প্রয়োগকারী সংস্থার ভাই-বোনদের শোকে আচ্ছন্ন করে দিয়েছে। তাদের জীবনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৯ মার্চ ২০২৫



Explore More Districts