যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণে হতাহত ২ শিক্ষার্থী, সন্দেহভাজন গ্রেপ্তার – DesheBideshe

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণে হতাহত ২ শিক্ষার্থী, সন্দেহভাজন গ্রেপ্তার – DesheBideshe

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণে হতাহত ২ শিক্ষার্থী, সন্দেহভাজন গ্রেপ্তার – DesheBideshe

ওয়াশিংটন, ১০ ডিসেম্বর – কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গুলির ঘটনা ঘটেছে আবাসিক ডরমেটরির বাইরে। এ ঘটনায় একজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

ফ্রাঙ্কফোর্টের পুলিশ ও কাউন্টি শেরিফের ডেপুটিরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে তারা সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেন। পুলিশ এখনও এ ঘটনায় বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সন্দেহভাজন শিক্ষার্থী নয়। হতাহত দুইজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রথমে কোনো মন্তব্য না করলেও বিশ্ববিদ্যালয় পরে এ বিষয়ে বিবৃতি প্রকাশ করবে বলে জানিয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১০ ডিসেম্বর ২০২৫



Explore More Districts