যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক ‘সম্পূর্ণ বাতিল’ করার আহ্বান চীনের

যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক ‘সম্পূর্ণ বাতিল’ করার আহ্বান চীনের

লুটকিন আরও বলেন, ‘আমাদের এগুলো অবশ্যই আমেরিকায় তৈরি করতে হবে।’

প্রেসিডেন্ট ট্রাম্পও সেমিকন্ডাক্টরের ওপর কর ছাড়ের খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। ট্রাম্প বলেছেন, সেগুলোকে শুধু শুল্কের আলাদা ঝুড়িতে সরিয়ে নেওয়া হবে।

ট্রাম্প লেখেন, ‘আসন্ন জাতীয় নিরাপত্তা শুল্ক তদন্তে আমরা সেমিকন্ডাক্টর এবং পুরো বৈদ্যুতিক পণ্য সরবরাহ শৃঙ্খলের দিকে নজর দিচ্ছি।’

ট্রাম্পের এই মন্তব্য মাত্রই স্মার্টফোন, কম্পিউটার, সেমিকন্ডাক্টরসহ প্রযুক্তিপণ্যে শুল্কছাড়ের ঘোষণাকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই শুল্কছাড়কে যুক্তরাষ্ট্রের ‘ছোট পদক্ষেপ’ বলেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের প্রভাব কী হতে পারে, বেইজিং তা মূল্যায়ন করে দেখছে।

Explore More Districts