বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন নাসুম আহমেদ। বিশেষ করে দেশের মাটিতে টি-টোয়েন্টিতে রীতিমত অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন নাসুম। শনিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বল হাতে বলতে গেলে একাই গুঁড়িয়ে দিয়েছেন মিনিস্টার ঢাকার জয়ের স্বপ্ন।
যদিও জাতীয় দলের এই স্পিনারের দাবি, উইকেটের জন্য কখনই বল করেন না তিনি, লক্ষ্য থাকে রান আটকানোর আর ডট বল করার। তবে মারকুটে বা আগ্রাসী ব্যাটারদের বল করতে পছন্দ করেন।
Advertisment
ঢাকার বিপক্ষে চট্টগ্রামের ম্যাচ শেষে নাসুম বলেন, ‘যারা বেশি মেরে খেলে তাদের বল করতে আমার ভালো লাগে। আমি ওদের বুঝতে পারি ভালোভাবে। বোলিং খুব উপভোগ করছি। অনেক ডট বল দিয়েছি, এজন্য ভালো লাগছে। টি-টোয়েন্টিতে বোলিং অনেক উপভোগ করি, বিশেষ করে পাওয়ারপ্লেতে।’
নাসুমের সামনে এদিন বেশ সতর্ক ছিলেন ঢাকার ব্যাটাররা। পাওয়ারপ্লেতে দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ শাহজাদও খুব বেশি সুবিধা করতে পারেননি। নাসুম জানান, ‘তামিম ভাইকে বল করার সময় একটাই পরিকল্পনা ছিল- উনি যাতে আমাকে মারতে না পারে। আমি উনাকে শেষপর্যন্ত দেখেছি। শাহজাদ যে দুই বল মোকাবেলা করেছে, দুই বলেই সরে গিয়েছিল, আমি আমার বল সরিয়ে দিয়েছি।’
What a spell by Nasum Ahmed!
Rate this bowling performance in a word #BPL2022 pic.twitter.com/XspfMt8VvX
— bdcrictime.com (@BDCricTime) January 22, 2022
শুধু নাসুম নন, পুরো চট্টগ্রামেরই পরিকল্পনা ছিল ডট বল দিয়ে ঢাকাকে কাবু করা। শুরু থেকেই চাপ সৃষ্টি করে সেই পরিকল্পনায় সফলও হয়েছে দলটি। নাসুমের ভাষায়, ‘আমাদের পরিকল্পনাই ছিল যত বেশি সম্ভব ডট বল করে যাওয়া, ওদের প্রয়োজনীয় রান রেট বাড়িয়ে তোলা। ঐ হিসেবে আমাদের বোলাররাও আলহামদুলিল্লাহ খুব ভালো বল করেছে। চেষ্টা করেছি আমরা, হয়ে গেছে আলহামদুলিল্লাহ।’
মাত্র ৯ রানের খরচায় ৩ উইকেট দিয়ে ঢাকার মেরুদণ্ড ভেঙে দেওয়া নাসুম উইকেটের জন্য বাড়তি চেষ্টা করেননি। তিনি বলেন, ‘আমি সচরাচর উইকেট পাই না। পাওয়ারপ্লেতে বল করি, লক্ষ্য থাকে দলকে ভালো একটা শুরু এনে দেওয়ার। আজ ১০-১২ ওভার পর যখন বোলিংয়ে এসেছি, তখনও আমি আমার জায়গায়ই ছিলাম। বাড়তি কোনো চিন্তা করিনি। উইকেট পেয়ে খুব ভালো লাগছে।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।