যাদু মিয়ার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

যাদু মিয়ার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

যাদু মিয়ার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও জাকের পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও প্রকৃত অপরাধীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর জেলা জাকের পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেন।
জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান ফরিদপুর জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক এম এ কুদ্দুস,সালথা উপজেলা সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাচ্চু,চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান,লায়ন্স ক্লাব ফরিদপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি মহসিন শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা মশিউর রহমান জাদু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। অবিলম্বে প্রকৃত অপরাধীদের খুজে বের করে শাস্তির আওতায় না আনলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন আগত নেতৃবৃন্দ।
উল্লেখ্য বিগত ২৫ জুলাই ২০২৩ তারিখে ফরিদপুর পৌর সদরের কমলাপুর তেতুলতলা এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন মশিউর রহমান জাদু মিয়া। #

Explore More Districts