যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হলে যশোরের একটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে,গত ২৯ অক্টোবর কোতোয়ালি থানা পুলিশ যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত আইএনবি ডিজিটাল প্রিন্টিং প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় যুবলীগের একটি মিছিলের ব্যানার তৈরির সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। এঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে শাহারুল ইসলামকে আসামি করা হয়।
এর আগে, গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ঢাকার শেরেবাংলা নগর থানা পুলিশ শিশু মেলা এলাকা থেকে শাহারুল ইসলামকে আটক করে। পরে ঢাকার একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়। আটকের বিষয়টি জানতে পেরে কোতোয়ালি থানা পুলিশ যশোরের মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানায়।
আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার যশোর আদালত তাকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



