যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল সকালে প্রেসক্লাব যশোর সাংবাদিক মরহুম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আনোয়ারুল কবির নান্টু, ও সাংবাদিক সাবেক সহ সভাপতি নূর ইসলাম ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।

হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় ও দৈনিক লোকসমাজ পত্রিকার সার্বিক ব্যবস্থাপনায় হকার্স ইউনিয়নের শতাধিক সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।

Explore More Districts