যশোর শহরে আধুনিক আলোকসজ্জা:বিভিন্ন মোড়ে মিনি টাওয়ার লাইটের উদ্বোধন

যশোর শহরে আধুনিক আলোকসজ্জা:বিভিন্ন মোড়ে মিনি টাওয়ার লাইটের উদ্বোধন

যশোর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও নগর আলোকায়ন কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করা হবে নতুন আলোকসজ্জা প্রকল্পের। এ উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে আধুনিক মিনি টাওয়ার লাইট ও ডিজাইন ওয়ালা লাইট।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোকসজ্জা কার্যক্রমের উদ্বোধন করবেন যশোর জেলা জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।

শহরের মুজিব সড়ক রেলক্রসিংয়ের পরবর্তী অংশে ১৭টি ডিজাইন ওয়ালা লাইট স্থাপন করা হয়েছে। এছাড়া ডালমিল মোড়, চৌরাস্তা মোড়,বিমান অফিস মোড়,শহীদ মিনার মোড় এবং শংকরপুর জিরো পয়েন্ট এলাকায় স্থাপন করা হয়েছে আধুনিক মিনি টাওয়ার লাইট।

নগরবাসীর নিরাপত্তা, সৌন্দর্য ও রাতের চলাচলে স্বাচ্ছন্দ্য আনতেই এই উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এ কর্মসূচির মাধ্যমে যশোর শহর আরও আলোকিত ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে বলে আশা করছেন স্থানীয়রা।

Explore More Districts