যশোর রূপদিয়ায় গরুর হাটে ছিনতাই,আহত ১

যশোর রূপদিয়ায় গরুর হাটে ছিনতাই,আহত ১

যশোর সদর উপজেলার রূপদিয়া গরুর হাটে কোরবানির গরু কিনতে আসা এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৩০ মে ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে রেললাইনের পাশের এলাকায় ঘটে এই নির্মম ঘটনা। আহত ব্যক্তির নাম তাহেরুল ইসলাম (৪৫)। তিনি রূপদিয়া বাজার এলাকার বাসিন্দা এবং মৃত ফজলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে গরু কেনার জন্য নগদ টাকা নিয়ে রূপদিয়া হাটে যাচ্ছিলেন তাহেরুল। পথে রেললাইনের পাশে ওঁৎ পেতে থাকা আলম (৫৫) ও তার সঙ্গে থাকা আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে।

পূর্ব বিরোধের জেরে তারা তাহেরুলের মাথায় পাথর দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং তার পকেটে থাকা গরু কেনার ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

তাহেরুলের সঙ্গে থাকা তার ছেলে দ্রুত তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।

Explore More Districts