যশোর শহরের বকচর এল মার্কেট এলাকায় একটি বাড়ি থেকে ১৬ ভরি স্বর্ণালংকর ও নগদ টাকা চুরির অভিযোগে হেলাল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধৃত হেলাল মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়,গত ১০ ডিসেম্বর সন্ধ্যা থেকে রাতের মধ্যে বকচর এলাকার তাসলিমা খাতুনের বাড়িতে কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি থেকে আনুমানিক ১৬ ভরি স্বর্ণালংকর ও দেড় লাখ টাকা চুরি করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হলে তদন্তের এক পর্যায়ে বুধবার সন্ধ্যায় ঘটনার স্থানের আশপাশ থেকে হেলালকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



