যশোর ডিবির অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

যশোর ডিবির অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) গভীর রাতে শহরের খয়েরতলা এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যান তল্লাশি চালানো হয়। এ সময় ফার্নিচারের ভেতরে অভিনব কৌশলে লুকানো গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার গুছিডাঙ্গা আড়িয়ারকুঠি এলাকার মো. ফরিদুল ইসলাম (২৫) ও মো. দুলাল হোসেন (২০)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

এ অভিযানে একটি পিকআপ ভ্যান ও দুটি সেমিবক্স খাট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,অনুযায়ী আইনগত ব্যবস্থা।

Explore More Districts