যশোর কেশবপুরে অবৈধ মাটি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

যশোর কেশবপুরে অবৈধ মাটি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

jessore map

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই হরিহর নদীর পাড় থেকে মাটি উত্তোলনের দায়ে কেশবপুরে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ।

ভ্রাম্যমাণ আদালত আলতাপোল গ্রামের হরিহর নদীর পাড় থেকে অনুমোদন ছাড়া মাটি উত্তোলনের অভিযোগে ওই এলাকার মেহের আলীর ছেলে শাহীনুর রহমান (৪০)কে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ (সংশোধিত) এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে উল্লিখিত শাস্তি প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,পরিবেশ ও সরকারি সম্পদের ক্ষতি রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts