নিজস্ব প্রতিবেদক ॥ ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) যশোর জেলা শাখার আয়োজনে, ইয়েস-বাংলাদেশ এবং অপারাজেয় বাংলাদেশের সহযোগিতায় ২৫ জানুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর মিলানায়তনে এনসিটিএফ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার সোনিয়া আফরিন সোমা। সভার সভাপতিত্ব করেন যশোর জেলা এনসিটিএফের সভাপতি মীর মুহতাসিম তাহমিদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা এনসিটিএফের সাধারণ সম্পাদক শেখ ইয়ামিন হাসান, শিশু গবেষক তাসাউফ আহনাফ, শিশু সাংবাদিক শারমিন আক্তার বৃষ্টি, চাইল্ড পার্লামেন্ট সদস্য, মারদিয়া সুলতানা তৌসাসহ জেলার এনসিটিএফ সদস্যরা।
এনসিটিএফের দ্বি-বার্ষিক কমিটির বার্ষিক সাধারণ সভায় এক বছরের কর্ম পরিকল্পনা করা হয়। কর্ম পরিকল্পনার মধ্যে তারা বলেন, শিশুদের অধিকার রক্ষায় আইন প্রতিষ্ঠা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে কোনো ধরনের চা-সিগারেট বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে হবে। বিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীদের জন্য স্যানেটারি ন্যাপকিন কর্নার বাস্তবায়ন করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ নিশ্চিত করতে হবে। তাছাড়াও তারা জানান, সকল শিশুদরে মৌলিক অধিকার পূরণে জনগনকে সচেতন করতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয় সমূহে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। উল্লেখ্য, সারা বাংলাদেশে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) শিশুদের অধিকার রক্ষায় কাজ করে থাকেন।