যশোর অভয়নগরে ট্রাকের চাপায় দুইজন নিহত, ট্রাকে আগুন

যশোর অভয়নগরে ট্রাকের চাপায় দুইজন নিহত, ট্রাকে আগুন

যশোর নওয়াপাড়ার শংকরপাশা- নড়াইল সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার শংকরপাশা গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন (৪০)ও আরোহী দাউদ মল্লিকের ছেলে মহাসিন (৩৫)। বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেছে,ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তারা পুড়াখালী থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। ফজলুর ওয়েব্রিজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা ঘটনাস্থলে নিহত হন। এসময় এলাকাবাসী ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আরএফএল কোম্পানির ট্রাকটি সিংহভাগ পুড়ে যায়। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

Explore More Districts