যশোরে ৬টি স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরে ৬টি স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরে ৬টি স্বর্ণের বারসহ আবু বক্কর সিদ্দিক (৩৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু বক্কর সিদ্দিক যশোরের শার্শা উপজেলার ছোটআঁচড়া এলাকার রুহুল আমিনের ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় অবস্থান নেয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী একটি বাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।এসময় আবু বক্কর সিদ্দিকর প্যান্টের পকেটে থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৭৩৫ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ২৬ লাখ ৮ হাজার ৯২৫ টাকা।

তিনি আরো জানান,আবু বক্কর ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলো।সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিল। মামলা দায়েরের মাধ্যমে তাকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Explore More Districts