যশোরে ৫০০ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

যশোরে ৫০০ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন “মানুষের পাশে আমরা, যশোর” রমজান মাসে দ্বিতীয়বারের মতো ৫০০ জন রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেছে। এই মহতী উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

সংগঠনটির সদস্যরা টিফিনের টাকা জমিয়ে,কেউ কেউ প্রাইভেট পড়িয়ে কিছু অর্থ বাঁচিয়ে মানুষের উপকারে সহায়তা করে। তাদের পরিবারও এই মহতী উদ্যোগে নানা ভাবে সহায়তা করে, যাতে তারা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু বাংলার ভোরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামসুদ্দিন, সিনিয়র সাংবাদিক এস এম সোহেল,বাংলার ভোরের মানব বিষয়ক সম্পাদক আব্দুল ওহাব মুকুল,প্রেসক্লার যশোরের যুগ্ন সম্পাদক আশরাফুল আজাদ, সময় টিভির স্টাফ রিপোর্টার যশোর জুয়েল মৃধা ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আদ্রিব জামান বর্ণ।
এছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো অনিক পারভেজ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইমা আক্তার এবং সদস্যরা ইয়ামিন, তাহমিদ আনজুম, তানিসা,তন্ময়,নাইম, সাকিব,মুহিন,নাছিম প্রমুখ।

Explore More Districts