যশোর সদর উপজেলার সাড়াপোল গ্রামের গৃহবধূ অনামিকা রানী ঘোষ (২২)-এর আত্মহত্যার ঘটনায় তার স্বামী সোহাগ ঘোষসহ তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মামলাটি করেছেন নিহতের বাবা ঝিনাইদহের মহেশপুর উপজেলার অরবিন্দু ঘোষ। তিনি অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো।
গত ৯ জুলাই রাতে অনামিকা আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে প্ররোচনার মাধ্যমে আত্মহত্যা ঘটানোর অভিযোগ আনা হয়েছে।