যশোরে স্কুলছাত্রীকে (১৬) অপহরণে ঘটনায় শাহরিয়ার (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার ক্ষিতিবদিয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে। এই ঘটনায় দায়েরকরা মামলার আরো আসামিরা হলো, শাহরিয়ারের পিতা আব্দুল হালিম ও বোন লিজা।
এজাহারে ওই ছাত্রীর মা উল্লেখ করেছেন, তার মেয়ে যশোরের একটি স্কুল থেকে এবার এসএসসি পাশ করেছে। স্কুলে যাতায়াতের পথে প্রায় সময় শাহরিয়ার তার মেয়েকে উত্যক্ত ও বিরক্ত করতো। তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২৪ জুন সন্ধ্যার দিকে তার মেয়ে খয়েরতলা বাজারে যায় কেনাকাটা করার জন্য।
সে সময় শাহরিয়ার তার মেয়েকে অপহরণ করে একটি মোটরসাইকেলে করে নিয়ে যায়। তিনি খোঁজাখুজি করে জানতে পারেন তার মেয়েকে শাহরিয়ার অহরণ করেছে। তিনি তার বাড়িতে গেলে শাহরিয়ারের পিতা ও বোন তার সাথে খারাপ আচারণ করে এবং বাড়ি থেকে বের করে দেয়। পরে তিনি মেয়েকে না পেয়ে থানায় মামলা করেন।
কোতয়ালি থানার এসআই নকীব ইকবাল হোসেন জানিয়েছেন, গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শহারিয়ারকে তার বাড়ি থেকে আটক করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে
পাঠানো হয়েছে।