যশোরে সার ডিলারকে ৮০ হাজার টাকা জরিমানা

যশোরে সার ডিলারকে ৮০ হাজার টাকা জরিমানা





যশোরে সার ডিলারকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
যশোরের বাঘারপাড়ায় ইউরিয়া সার মজুদ ও মেয়াদউত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে এক সার ডিলারকে ৮০ হাজার টাকার জরিমানা করেছে। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের এক বাজার তদারকি অভিযানে বাঘারপাড়া উপজেলার আমতলা বাজারে মেসার্স সৌহার্দ্য এন্টারপ্রাইজকে এই জরিমানা করে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলার সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব।
তিনি জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বৃহস্পতিবার দিনব্যাপী বাঘারপাড়া আমতলা বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সৌহার্দ্য এন্টারপ্রাইজের মালিক মো. শাহিদুল ইসলামের (বিএডিসির ডিলার) তিনটি গুদামে তল্লাশি করে ইউরিয়ার পাশাপাশি ডিএপি ২৭০ বস্তা, এমওপি ২০ বস্তা ও টিএসপি ২০ বস্তা মজুদ পাওয়া যায়। অবৈধভাবে মজুদকৃত ইউরিয়া বন্দবিলা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে সাধারণ কৃষকদের মাঝে ও যেসব এলাকায় সারের সংকট রয়েছে সেসব এলাকায় বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তরুণ রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান, ক্যাব যশোরের সদস্য আব্দুর রকিব সরদার প্রমুখ।

 




Explore More Districts