যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাস ভবনে চুরি

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাস ভবনে চুরি





নিজস্ব প্রতিবেদক ॥ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুল হকের (৬০) বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। গত বুধবার(২৩ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে যশোর শহরের মুজিব সড়ক জাগরণী চক্র অফিসের সামনে নিজ মালিকানা বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক এস.এম আব্দুল হক মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

সাবেক চেয়ারম্যান আব্দুল হক অভিযোগ করেন, গত মঙ্গলবার সকাল থেকে তিনি মণিরামপুরের রাজাগঞ্জে গ্রামের বাড়িতে স্বপরিবারে অবস্থান করছিলাম। গত বুধবার দিবাগত রাত ১২ টার দিকেই চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে দুইজন অজ্ঞাত যুবক বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করছে।

তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে বাড়ির কাজের মহিলা নাসিমা তাকে ফোন করে জানান, তিনতলায় নিজের ফ্লাটে এবং দোতালায় ভাড়াটিয়া সৈয়দ রিয়াজ আহমেদের (৫৮) রুমের দরজা ভেঙে চুরি ঘটনা ঘটেছে। রিয়াজ আহমেদের স্ত্রী ও মেয়ে ওমরা করতে গেছেন। এ চুরির ঘটনায় আব্দুল হকের ২০ ভরি স্বর্ন এবং নগদ ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ব্যাংকের চেক ও জরুরি কাগজপত্রও চোরে নিয়ে গিয়েছে।








Explore More Districts