যশোরে সাংবাদিকের পুত্রের কৃতিত্ব

যশোরে সাংবাদিকের পুত্রের কৃতিত্ব

যশোরের সাংবাদিক নেতা শহিদ জয়ের ছেলে মেহেদি হাসান সাক্ষর মাস্টার্সে (এমএসএস) চূড়ান্ত পর্বে প্রথম শ্রেণিতে পাস করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে যশোর সরকারি এম এম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়ে এ কৃতিত্ব অর্জন করেছে। তার রোল নম্বর ২২১৩৩২৭, শিক্ষাবর্ষ-২০২১-২০২২।

প্রেসক্লাব যশোরের নির্বাহী সদস্য, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয় ও শামীমা আক্তারের ছেলে‌ মেহেদী হাসান সাক্ষর যশোর বর্ডার গার্ড পাবলিক স্কুল থেকে পঞ্চম শ্রেণিতে ট্যালেণ্টপুলে বৃত্তি.ও এসএসসিতে জিপিএ ৫ পেয়েছিল এবং এইচএসসি পরীক্ষায় সে ভালো ফলাফল করে।

মেহেদী হাসান সাক্ষর প্রকৃত মানুষ হওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছে। চলতি মাসের ৪ঠা জুন এ ফলাফল প্রকাশ হয়।

Explore More Districts