যশোরে শিশুকন্যার গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা, আহত নারী হাসপাতালে ভর্তি

যশোরে শিশুকন্যার গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা, আহত নারী হাসপাতালে ভর্তি

যশোরে চার বছর বয়সী কন্যার গলায় ছুরি ধরে জিম্মি করে মাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। যশোর শহরতলীর বিরামপুরে রোববার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সহায়তায় দুর্বৃত্তদের কবল থেকে ঐ নারীকে উদ্ধার করা হয়। তবে দুর্বৃত্তরা ওই নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত নারীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ওই নারীর প্রতিবেশী আলমগীরের ছেলে হাসান ওই নারীর ছোট ভাইয়ের বন্ধু। সে সুবাদে মাঝেমধ্যে তার বোনের বাড়িতে আসতো। রোববার সন্ধ্যার পর হাসান ওই নারীর (২৬) ঘরে নিজের মোবাইল ফোন চার্জ দিয়ে যায়। সাড়ে আটটার দিকে আরও দুজনকে নিয়ে হাসান ওই বাসায় যায়। এসময় ওই নারী রান্না করছিলেন।

দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার চার বছর বয়সী কন্যার গলায় ছুরি ধরে ওই নারীকে ধর্ষণে উদ্যত হলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় ওই নারী চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা তার গালে গেঞ্জি ঢুকিয়ে দেয়। এক পর্যায়ে এলাকাবাসী ছুটে আসলে ওই নারীর বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল বলেন,ঘটনার সময় তিনজন ছিল বলে ওই নারী জানিয়েছেন। এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ অপরাধীদের ধরতে মাঠে নেমেছে।

Explore More Districts