যশোরে রেফ্রিজারেটর মেরামতের নামে প্রতারণা নগদ টাকা নিয়ে উধাও

যশোরে রেফ্রিজারেটর মেরামতের নামে প্রতারণা নগদ টাকা নিয়ে উধাও

যশোরে রেফ্রিজারেটর মেরামতের কথা বলে একাধিক বাসাবাড়ি থেকে রেফ্রিজারেটর ও নগদ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে রয়েছেন বিশ্বজিৎ ঘোষ (২৮) নামে এক প্রতারক। তিনি যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ গ্রামের মৃত গোবিন্দ কুমার ঘোষের ছেলে।

অভিযোগে জানা গেছে, বিশ্বজিৎ নিজেকে রেফ্রিজারেটর মিস্ত্রি পরিচয় দিয়ে বাসাবাড়ি থেকে রেফ্রিজারেটর মেরামতের নামে নিয়ে গিয়ে পরে দফায় দফায় টাকা আদায় করতেন। কিন্তু নির্দিষ্ট সময়েও রেফ্রিজারেটর ফেরত দিতেন না।

এভাবে তিনি যশোর সদরের উপশহর ই-ব্লকের বাসিন্দা অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মকলেছুর রহমানের পরিবারের কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের একটি রেফ্রিজারেটর ও নগদ ১০ হাজার টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ২২ ডিসেম্বর যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

স্থানীয় সূত্রে জানা গেছে,অভিযুক্ত ব্যক্তি গা ঢাকা দিলেও তার মায়ের সঙ্গে যোগাযোগ রেখে রাতের আঁধারে বাড়িতে আসা যাওয়া করছে। অভিযোগের প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে কোতোয়ালি থানার এএসআই ইয়ার আলীকে।
ভুক্তভোগীরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Explore More Districts