যশোরে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ অব্যাহত রেখেছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
বৃহস্পতিবার বিকালে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শহরের ৯ নম্বর ওয়ার্ডের পাসপোর্ট অফিসের সামনে এই ইফতার বিতরণ করেন যুবলীগনেতা আনোয়ার হোসেন বিপুল।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে এই ইফতার বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, ত্রাণ ও পুনবাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মামুন, জেলা শ্রমিকলীগের সহসভাপতি আজিজুল আলম মিন্টু,
যশোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান বাবুল, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ হোসেন নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ, খন্দকার মারুফ হুসাইন ইকবাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান,
শরীফ আব্দুলাহ আল মাসুদ হিমেল, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুমন অধিকারী, সাবেক উপ শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, সাবেক উপ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম বনি, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক ওবাদুল ইসলাম রাকিব,
শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের বর্তমান সহ-সভাপতি রুহুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা একরামুল কবীর দ্বীপ, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।