যশোরে যুবককে কুপিয়ে জখম

যশোরে যুবককে কুপিয়ে জখম

যশোরে তনু বিশ্বাস (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। রবিবার (০৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে যশোর শহরের বারান্দী কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তনু শহরের বারান্দী মোল্যাপাড়া মৃত রতন বিশ্বাসের ছেলে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তনু জানায়, সে মনিহার চত্ত্বরে একটি মোটর পার্টসের দোকানে কাজ করে। সন্ধ্যায় দোকানের কাজে কদমতলায় যায়।

এসময় মুড়লি মোড় জোড়া মন্দির এলাকার শফি ড্রাইভারের ছেলে হ্যাপিসহ চারজন মিলে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. আহম্মেদ তারেক শামস জানান, ছেলেটির বাম হাতে ও দুই পায়ের রানে অসংখ্য জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।

যশোর কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, সদর ফাঁড়িকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ অভিযানে আছে জড়িতদের আটকের জন্য।

Explore More Districts