যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মুকুল গাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দীর্ঘ ২০ বছর পর গ্রেপ্তার করে র‌্যাব। মুকুল গাজীল বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জে। ভিকটিম বাবু দাসের সাথে আসামী মুকুল গাজীর মাছের ঘের নিয়ে দীর্ঘদিন বিরোধ ছিলো। এর জের ধরে ২০০০ সালের জুন মাসে ভিকটিম বাবু দাস কে হত্যা করে বাড়ির পাশে বাশঁবাগানে ফেলে রাখে। হত্যার ৪ দিন পরে ভিকটিম বাবু দাসের লাশ পাওয়া যায়। এ বিষয়ে ভিকটিম বাবু দাসের বাবা বাদী হয়ে কালিগঞ্জ থানায় ১ হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত আসামী মুকুল গাজীকে যাবজ্জীবন সাজাসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৫ বছর সাজা প্রদান করেন। এরপর থেকে আসামী আইন রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২০ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীকে যশোর জেলার শার্শা থানার বাগাছাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। আসামীকে সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Explore More Districts