যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত 

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত 

las

যশোর সদরের বাগেরহাট বাজারে শনিবার রাতে দ্রুতগামী মোটরসাইক ধাক্কায় আবুবক্কার (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পিছন থেকে একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলেএদুর্ঘটনা ঘটে।

নিহত আবু বাক্কারের বাড়ি উপজেলার হাজির আলী গ্রামে। নিহতের আত্মীয় রমজান আলী জানিয়েছেন, গতকাল সকালে করিচিয়া গ্রামে মামা ওমর আলীর বাড়িতে আবুবক্কার বেড়াতে আসেন। রাত সাড়ে ৭ টার দিকে তিনি বাগেরহাট বাজারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

 এ সময় একটি মোটরসাইকেল দ্রুত বেগে এসে তার পিছন থেকে সাগরের ধাক্কা দিলে আবুবক্কার আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

 হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর আবুবক্কার মৃত্যুবরণ করেন। ডাঃ তায়েবা তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত আবু বক্কর ছিলেন হাজির আলী বাজারের হোটেল ব্যবসায়ী।

Explore More Districts