যশোরে ভৈরব নদীর ভিতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

যশোরে ভৈরব নদীর ভিতর থেকে যুবকের মরদেহ উদ্ধার

যশোর শহরের বড়বাজার কাঠেরপুল এলাকায় ভৈরব নদ থেকে শুকুর আলী (২২) নামে এক হকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শুকুর আলী শহরের শেখহাটি বাবলাতলা এলাকার সিদ্দিক শেখের ছেলে।

নিহতের পিতা সিদ্দিক সিদ্দিক হোসেন সাংবাদিকদের বলেন , আমার ছেলে ভ্যানে করে ব্রাশ, কলমসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে। গত শুক্রবার রাতে শহরের দড়াটানা মোড়ে অজ্ঞাত লোকেরা তাকে তাড়া করে। এই ঘটনার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। শনিবার সকাল থেকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। আজ রোববার দুপুরে কাঠেরপুলে এলাকায় মরদেহ উদ্ধারের খবর শুনে আমি ঘটনাস্থলে আসি ও আমার ছেলের শুকুর আলীর মরদেহ সনাক্ত করি।

যশোর পুলিশের “ক” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান সাংবাদিকদের জানান, স্থানীয়দের কাছে মরদেহ ভাসার খবর জানতে পেরে তারা ঘটনাস্থলে যান। এরপর শুকুর আলী নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য মরদেহ ময়নাতদন্তে জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শক্রতার জেরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ভৈরব নদে ফেলে দেয়া হতে পারে। বিষয়টি নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে ।

Explore More Districts