যশোর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ দু’জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের রেলস্টেশন ও রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেলগেট এলাকার সমন্বয়ক,বেজপাড়া টিবি ক্লিনিক এলাকর সবুর শেখের পুত্র আনজুম সিপার রুদ্র (২১) ও রেলগেট পশ্চিমপাড়ার আলাউদ্দিনের পুত্র সাগর হোসেন (৩৯)।
বৈষম্যবিরোধী ছাত্র আনজুন সিপার রুদ্র জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে শহরের ষষ্ঠী তলার ম্যানসেলের বাসার সামনে পৌঁছালে তার সঙ্গে থাকা ৫/৬ জন রুদ্রর ওপর হামলা চালায় এবং মারপিট করে। নাইস তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে আনজুম সিপার রুদ্র গুরুতর আহত হন। পরে লোকজন রুদ্রকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে দেন। রুদ্র জানিয়েছেন হামলাকারীরা আওয়ামী যুবলীগের জেলা নেতা ম্যানসেলের লোক।
তিনি আরো বলেন, নাইস তার পূর্ব পরিচিত। হামলা ঠেকাতে তিনি (রুদ্র) নাইসের সহযোগিতা চান।কিন্তু নাইস সহযোগিতা না করে তাকে এলোপাতাড়ী ছুরিকাঘাত করে। তারা সকলেই আওযামীলীগ নেতা বিপুলের অনুসারী এবং সন্ত্রাসী বলে রুদ্র জানিয়েছেন।
অপর দিকে বেলা সাড়ে ১১ টার দিকে রেলগেট পশ্চিমপাড়ায় মনির মিয়ার পুকুর পাড়ে ছুরিকাঘাত হয়েছেন সাগর হোসেন। পেশায় তিনি একজন রিকশা চালক। সাগর জানিয়েছেন, তার শ্যালক প্রতিবন্ধী জনিকে স্থানীয় সাকিল উত্যাক্ত করছিল। এ সময় জনি তাকে ( সাকিলকে) গালিগালাজ দিলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মারপিট করে। তখন সাগর হোসেন প্রতিবাদ করলে সাকিল সহ ৫/৬ জন সাগরকে তাকে ছুরিকাঘাত করলে তিনি আহত হন।পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সার্জারি ওয়ার্ডে কর্মরত চিকিৎসক অর্পিতা জানিয়েছেন, আহতদের ছুরিকাঘাতের আঘাত গুরুতর। তবে আশংঙ্খামুক্ত।#