যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

las

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুস সামাদ (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১টার দিকে নিজ বাড়ির পাশের মাছের ঘেরের পাড়ে শাকসবজির ক্ষেতে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি।

দীর্ঘ সময় ধরে বাড়ি না ফেরায় তার মেয়ে খাদিজা খাতুন পুকুর পাড়ে গিয়ে বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলেও ততক্ষণে তার মৃত্যু হয়।নিহত আব্দুস সামাদ মুকুন্দপুর গ্রামের মৃত হানিফ মণ্ডলের ছেলে।

Explore More Districts