যশোরে বিএনপি নেতা বহিস্কার

যশোরে বিএনপি নেতা বহিস্কার

jessore bnp map

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সামিউল ইসলামকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যশোর জেলা শাখা থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ৫নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত রোববার (৯ জুন) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সামিউল ইসলাম সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। একারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং দলের কোনো নেতাকর্মীকে তার সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিষয়টি নগর বিএনপি ও ৫নং ওয়ার্ড বিএনপিকে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Explore More Districts