আজ মঙ্গলবার রাত আটটার সময় যশোর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস এর উদ্যোগে বাংলাদেশ খেলাফত মজলিস এর আমীর আল্লামা মামুনুল হক এর সভাপতিত্বে “খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মী সভা” শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আতাউল্লাহ আমিন, (বাংলাদেশ খেলাফত মজলিস); আলানা শরীফ সাইদুর রহমান, (বাংলাদেশ খেলাফত মজলিস); মাওলানা ওয়ালিউল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বাংলাদেশ খেলাফত মজলিস; মাওলানা আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস; মাওলানা মাসুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস, যশোর জেলা শাখা প্রমূখ।
কর্মী সভায় সংগঠনের নেতৃবৃন্দ “খেলাফত প্রতিষ্ঠা এবং গণআন্দোলন গড়ে তোলা” সম্পর্কিত বিভিন্ন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


