যশোরে বসতঘরের মাটি খুঁড়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
র্যাব-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটের দিকে যশোর কোতয়ালী মডেল থানার চোরমারা দিঘীর পশ্চিম পাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বসতবাড়ির মালিক মো. গোলজার গাজী (৫২), পিতা মৃত কোরবান গাজীকে আটক করা হয়।
তল্লাশিকালে গোলজার গাজী জানায়, তার মায়ের শয়নকক্ষের মাটির নিচে ইয়াবা ট্যাবলেট পুঁতে রাখা আছে। পরে র্যাব সদস্যরা উপস্থিত সাক্ষীদের সামনে মাটি খুঁড়ে একটি প্লাস্টিকের বক্সের ভেতর তিনটি জিপারযুক্ত পলিথিনে রাখা ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
র্যাব জানায়, আটক গোলজার গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল বলেন, “দেশ থেকে মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”