যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রোববার ২৬ জানুয়ারী শহরতলী শেখহাটি মসজিদ মোড় ও হাইকোর্ট মোড় এলাকায় আলাদা অভিযান চালিয়ে ১১৮ বোতল ফেনসিডিল ও ৩৫০ পিস ইয়াবার চালার উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে ব্যবসা করার অভিযোগে দুই নারীসহ মাদক সম্রাট মিজানুর রহমানকে গ্রেফতার করলেও তার দুই স্ত্রীকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার ২৭ জানুয়ারী দুুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানাগেছে,রোববার ২৬ জানুয়ারী রাত ৮ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে শহরতলী শেখহাটি হাইকোর্ট মোড় সেক্টর নং৯ প্লট নং ৮/১ আব্দুল খালেক এর বাড়ির ভাড়াটিয়া মাদক স¤্রাট মিজানুর রহমান ও তার স্ত্রী তহমিনা ইয়াসমিনের ঘরে অভিযান চালায়। এ সময় মাদক স¤্রাট মিজানুর রহমান ও স্ত্রী তহমিনা ইয়াসমিন পালানোর এক পর্যায় মিজানুর রহমানকে গ্রেফতার করে। তহমিনা ইয়াসমিন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় তাদের ভাড়া বাড়ির একটি কক্ষে ট্রাভেল ব্যাগের ভিতর থেকে ১১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন, মিজানুর রহমান তার দুই স্ত্রী দিয়ে সে মাদকের চালান বিভিন্ন স্থানে পাঠায়। স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন,মিজানুর রহমানের শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকায় মাদকের টাকায় জমি কিনে একটি বাড়ি আছে। যে বাড়িতে সে আরো এক স্ত্রীকে রেখে সেখানে বাড়ির মধ্যে বিশেষ কায়দায় মাদকদ্রব্য রেখে ব্যবসা পরিচালনা করেন। উক্ত বাড়িতে অভিযান চালালে মাদক উদ্ধার হওয়ার সম্ভব। মিজানুর রহমান গ্রেফতার হওয়ার পর তার দুই স্ত্রী ভাড়া ও নিজের বাড়িতে তালা মেরে পালিয়েছে। মিজানুর রহমান ও তার পলাতক স্ত্রী তহমিনা ইয়াসমিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়েছেন। গ্রেফতারকৃত মিজানুর রহমান যশোর শহরের ঘোপ জেল রোড বর্তমানে উক্ত বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল কাদের এর ছেলে। রোববার দিবাবগত গভীর রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায়,বেনাপোল থানা ও ডিএমপির হাতির ঝিল থানায় ডাকাতি প্রস্তুতি,দাঙ্গা ও মাদক আইনে ৬টি মামলা রয়েছে। অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অপর এক টিম রোববার ২৬ জানুয়ারী সন্ধ্যায় সদর উপজেলার শেখহাটি মসজিদ মোড় এলাকার শুকুর মাহমুদের বাড়ির ভাড়াটিয়া আছিরন খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে আছিরণ খাতুন অনন্যা ইসলাম বিউটিকে গ্রেফতার করে। এ সময় তাদের দখলে থাকা ৩৫০পিস ইয়াবা উদ্ধার করে। আছিরণ খাতুন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের রিপন গাজীর স্ত্রী ও মৃত জুলহাস মোড়লের মেয়ে অনন্যা ইসলাম বিউটি যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া হোটেল শাহরিয়া এর পিছনে মৃত সামাদ মিয়ার বাড়ি বর্তমানে উপশহর এ ব্লব বাড়ি নং ৩২৫/৩২৬,জো¯œা মঞ্জিল শাহীন মিয়ার বাড়ির ভাড়াটিয়া শরিফুল ইসলামের স্ত্রী ও মৃত সামাদ মিয়ার মেয়ে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।