যশোরে ফন্টু চাকলাদারের বিরুদ্ধে ৯০ লাখ টাকার চেকের দুই মামলা

যশোরে ফন্টু চাকলাদারের বিরুদ্ধে ৯০ লাখ টাকার চেকের দুই মামলা

যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে ৯০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে আদালতে পৃথক দুটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) যশোর শাখার প্রিন্সিপাল অফিসার মুর্তুজা আহম্মেদ বাদী হয়ে পৃথকভাবে এ দুটি মামলা দায়ের করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, তৌহিদ চাকলাদার ফন্টু শহরের পুরাতন কসবা কাঠালতলা এলাকার আব্দুল কাদের চাকলাদারের ছেলে। তিনি মেসার্স ভৈরব মৎস্য খামার নামে একটি প্রতিষ্ঠানের নামে ব্যাংক থেকে ঋণ নেন। সেই ঋণ পরিশোধের জন্য ৪০ লাখ টাকার একটি চেক গত ২০ আগস্ট ইউসিবি যশোর শাখায় উপস্থাপন করা হলে সেটি ডিজঅনার হয়। পরে ২৬ আগস্ট ব্যাংকের পক্ষ থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও ৩০ দিনের মধ্যে কোনো সাড়া না পাওয়ায় আদালতে মামলা দায়ের করা হয়।

অন্য মামলায় উল্লেখ করা হয়েছে, ফন্টু চাকলাদার হাসিনা ফিস ফিড নামে আরেকটি প্রতিষ্ঠানের মালিক। ওই প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণের বিপরীতে ৫০ লাখ টাকার চেক দেন তিনি। একইভাবে ২০ আগস্ট চেকটি ব্যাংকে উপস্থাপন করা হলে তা ফেরত আসে। পরবর্তীতে নোটিশ পাঠানোর পরও তিনি কোনো উদ্যোগ না নেওয়ায় দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়।
দুই মামলায়ই আদালত অভিযোগ আমলে নিয়ে তৌহিদ চাকলাদার ফন্টুকে আগামী ১৭ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

Explore More Districts